Queen Elizabeth: রানির গোপণ চিঠি, \'রহস্য\' খুলবে ২০৮৫-তে

2022-09-12 0

সবে সবে মৃত্যু হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের। ব্রিটেনের রানির মৃত্যুর পর এবার রাজার সিংহাসনে বসেন তৃতীয় চার্লস। ইতিমধ্যেই রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে অভিষেক হয়েছে। তবে রানির মৃত্যুর পর এবার তাঁর গোপণ চিঠির খোঁজ মিলল।